প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিশালগড়ে ১,৭৬৯ টি ঘর নির্মাণ
1 min read
ওয়েব ডেস্ক ,জনদর্পন :- বিশালগড় পুরো পরিষদের বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৭৬৯ টি পরিবারের জন্য পাকা ঘর তৈরি করা হয়েছে। এই ঘর তৈরিতে পরিবারের হয়েছে এক লক্ষ ৬৬ হাজার ৬৬ টাকা করে ।বিশালগড় পুরো পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ৯২৮ টি বাড়িতে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে ।এতে পরিবারপিছু ১২০০০ টাকা করে ব্যয় হয়েছে। চলতি বছর অটল জলধারা মিশন প্রকল্পে বিশালগড় পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ১২৮ বাড়িতে পানীয় জলের সংযোগ দেয়া হবে । বিশালগড় পুরো পরিষদ কার্যালয় থেকে সংবাদ জানানো হয়েছে।