পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালো বামেরা
1 min read
—-
মালদহ প্রতিনিধি ৩ জুলাই : পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনবভাবে মিছিল করে কুশপুতুল পোড়ালেন বামপন্থীরা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে শুক্রবার দুপুর। স্থানীয় সিপিএম পার্টি অফিস থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে বিজেপি দলের নেতাদের ছবি রেখে তাঁদের পরলৌকিক অনুষ্টানের আদলে ট্যাবলো বের করা হয়। গোরুকে দিয়ে মোটরবাইক টানিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করা হয়। এছাড়াও মিছিলে মোটরবাইক নিয়ে হেঁটে শহরে মিছিল করেন দলীয় সমর্থকরা। মিছিলের সামনে ছিল একটি ভ্যানের উপরে বাইকের প্রতিকী শবদেহ। স্লোগান ওঠে “ভোট দিলেন কাকা, পেট্রোলের দাম ৮২ টাকা”। মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম তলানিতে তখন দেশ ও রাজ্যে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে। এর প্রতিবাদে সারাদিন বৃষ্টির থাকা সত্বেও প্রতিবাদ মিছিলে কর্মী সমর্থকরা সামিল হয়েছিলেন।