পূর্ব ফুলবাড়ি ঘটনায় ৩ অভিযুক্তকে আটক করলেও বাকি অভিযুক্তরা পলাতক
1 min read
চুড়াইবাড়ি প্রতিনিধি ১ সেপ্টেম্বর :– উত্তর জেলার ধর্মনগর মহাকুমাধীন পূর্ব ফুলবাড়ি 6 নং ওয়ার্ডের ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আজ চুড়াইবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ী এলাকা থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।ধৃতরা হলো মজির উদ্দিন, হায়াতুন নেছা, আব্বাস উদ্দিন ।আজ ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।প্রসঙ্গত গতকাল অর্থাৎ 31 আগস্ট মাছ ধরতে গিয়ে দুই পরিবারের মধ্যে চরম সংঘর্ষ বাধে। জানা যায়, চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল নূরের চৌদ্দ বর্ষীয়া ছেলে সুজেল হোসেন তাদের বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়েছিল। আর তখন তাদেরই প্রতিবেশী মজির উদ্দিন(৪৪) তাকে মাছ ধরতে বাধা এবং তাকে মারধোর করে। তখন তার চিৎকারে বাড়ি থেকে তার বাবা আব্দুল নুর এবং মা শুকুরজান বিবি সেখানে দৌড়ে গেলে তাদের ওপরও হামলা চালায় আক্রমণকারী মজির উদ্দিন। তাতে দু’পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আহত হয়েছিল আব্দুল নুর(৪৫) রেশমা বেগম(১০) নুরুল হক(৩৮) সুজেল হোসেন (১৪) এবং শুক্কুরজান বিবি(৩৫)। আহতরা প্রত্যেকেই একই পরিবারের লোক। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত নুরুল হক জিবি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।তারই পরিপ্রেক্ষিতে চুড়াইবাড়ি থানায় মামলা করেছিল আহত কারীর পরিবার ।সেই মতে পুলিশ একটি মামলা নিয়ে আজ মুল তিন অভিযুক্ত কে আটক করতে সক্ষম হয় ।(মামলা নম্বর CRB PS-21-2020-US-326/207-34) ।জানা যায় মৃত নুরুল হক কে স্থানান্তরিত করা হয়েছিল আগরতলা জিবি হাসপাতাল । সেখানেই তার মৃত্যু হয় । অন্যান্য গুরুতর আহতদের জেলা হাসপাতালেই চিকিৎসা চলছে। তবে পুলিশ সমস্ত কিছু তদন্ত শুরু করে আজ 3 অভিযুক্তকে আটক করলেও বাকি অভিযুক্তরা পলাতক ।এই ঘটনায় পূর্ব ফুলবাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে ।