পুলিশি অভিযানে গাজার নার্সারি ধ্বংস
1 min read
বিশাল গড় প্রতিনিধি 26 জুন: গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ প্রায় 402000 হাজার গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর যৌথ অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি। কমলাসাগর বিধানসভার বাটিবাড়ি পঞ্চায়েত এলাকায় এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর। মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হানা দেয় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় থেকে অভিযান চলে ২ঘটিকায় পর্যন্ত। এই তিন ঘণ্টার অভিযানে 402000 হাজার গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ। যে নার্সারীর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা