পিকেটিং ও রাস্তা অবরোধ
1 min read
নিজস্ব প্রতিনিধি : আজ বন্ধের তৃতীয় দিন । আজ ও চলছে আই. পি. এফ. আই. আই. এন. পিটির CAB প্রত্যাহার এর জন্য পিকেটিং ও রাস্তা অবরোধ, অন্যদিকে বন্ধ কে ঘিরে, সকাল ১১ টা নাগাদ তেলিয়ামুড়া শহরে প্রায় ১ হাজার যুবক সহ গাড়ি চালাক ও সাধারণ যাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোপ প্রদর্শন করে অম্পি চোমুহানীর আসাম-আগরতলা জাতীয় সড়কে ।