পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজব সমানভাবে প্রাসঙ্গিক : শিক্ষামন্ত্রী।
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতার বৃদ্ধির উপর গুরুত্বরোপ করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।। আজ তথা শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তর এর উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত রাজ্যভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন এত বছর পরেও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও সমানভাবে প্রাসঙ্গিক।। তাঁর আদর্শ শিক্ষা আজও সবার কাছে অত্যন্ত অনুকরণীয় ও প্রাসঙ্গিক।। বিদ্যাসাগর বলেছিলেন সমাজে যদি সমানভাবে সভার ভালো না হয়, সমানভাবে উন্নতি না হয় তাহলে সেই সমাজ কখনো উন্নতি হতে পারে না।। তার এই কথাগুলি আজকের দিনে আমরা অনুভব করি।। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন বিদ্যাসাগর সমাজে নারীদের শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তাদের শিক্ষাদান সহ বিধবা বিবাহ প্রচলন এর মত অনেক সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন।। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ধনঞ্জয় গণচৌধুরী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার ইউ কে চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা,সহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।।