পনের দাবিতে স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
1 min read
নিজস্ব সংবাদদাতা, মালদহ : শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক অবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার জামাই সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নাসরিন বিবি (১৯)। তার স্বামী নূর আলম পেশায় দিনমজুর। আট বছর আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই গৃহবধূকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল জামাই শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ। নানাভাবে নির্যাতনও করা হতো বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নাসরিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা। এরপর তারা শ্বশুর বাড়িতে যান। নাসরিন বিবিকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।