পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিজেপির সদ্য নির্বাচিত দার্জিলিংয়ের জেলা সভাপতির
1 min read
শনিবার : পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিজেপির সদ্য নির্বাচিত দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর। সদ্যই দ্বিতীয়বারের জন্য দার্জিলিংয়ের বিজেপি জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির সদর দফতরে প্রকাশ্যে আসে জেলা সভাপতিদের নামের তালিকা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন অভিজিৎ। এরপর রাতে বাড়ি ফেরার সময়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পাশাপাশি গুরুতর জখম হন গাড়ির চালক সহ মোট চারজন। তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গতকাল রাতে শিলিগুড়ি ফেরার সময় গাড়ির চালকের পাশের সিটে বসেছিলেন অভিজিৎ। চালক ছাড়া বাকি সবাই ঘুমোচ্ছিলেন। রাত ৩টে নাগাদ বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি মোড়ের কাছে একটি সারমেয়কে বাঁচাতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সারমেয়টিকে দেখে গাড়ির চালক পাশ কাটাতে চাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপর ধাক্কা মারেন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে। লরির চালক ও খালাসি প্রথমে গাড়িতে থাকা চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সদ্য নির্বাচিত বিজেপির দার্জিলিং জেলা সভাপতির মৃত্যুতে শোকের ছায়া গেরুয়া শিবিরে।