নেশা করে এলাকায় উশৃংখলতা করার অভিযোগে গ্রেফতার এক যুবক।।
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন: নেশা করে এলাকায় উশৃংখলতা করার অভিযোগে গ্রেফতার এক যুবক।। অভিযোগ রোজ নেশা করে পাড়ায় উশৃঙ্খল আচরণ করে সম্রাট দেবনাথ নামে এক যুবক । পূর্ব থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে কাল রাতে ।আজ কোর্ট এ তুলা হবে জানান এস আই কিঙ্কর সাহা ।