নারী নির্যাতনের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার
1 min read
মালদহ প্রতিনিধি ২৭ জুলাই : চোপড়ার কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর আবার এক আদিবাসী মহিলাকে ধর্ষনের ঘটনার পাশাপাশি মহিলাদের লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে মালদহ জেলা বিজেপি মহিলা মোর্চা সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার দুপুরে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উত্তর মালদহ বিজেপি সাংসদ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র হালদার, জেলা বিজেপি সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়, জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুতপা চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। প্রায় ৪০ মিনিট ধরে বিক্ষোভ দেখানোর পর শেষে ইংরেজবাজার থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।