ধলাই জেলার মাছের রেনু উৎপাদনে সহায়তা
1 min read
নিজস্ব প্রতিনিধি , জনদর্পণ :- চলতি অর্থবছরে ধলাই জেলায় ৩৫ জন মৎস্যচাষী কে মাছের রেনু উৎপাদনে সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচিতে আমবাসা ব্লকে ১০জন,গঙ্গানগর ব্লকে ৩জন, সালেমা ব্লকে ৭, দুর্গা চোমুনি ব্লকে ১০ জন।রইশ্যাবাড়ী, ডম্বুরনগর, ছামনু ব্লকে ১ করে এবং মন ব্লকের দুজন করে মৎস্য চাষী উপকৃত হবেন। এতে জেলায় ৫.৬০ হেক্টর জলাশয়ে মাছের রেনু উৎপাদনের আওতায় আসবে। এর জন্য ব্যয় হবে তিন লক্ষ ৬১ হাজার ৪১০ টাকা। জেলা মৎস্য উপ উপ অধিকর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।