দেশজুড়ে বাতিল করা হয়েছে ১৬৮টি ট্রেন
1 min read
করোনাভাইরাসের জের। যাত্রী কম হওয়ায়, দেশজুড়ে বাতিল করা হয়েছে ১৬৮টি ট্রেন। বৃহস্পতিবার, এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। ২০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯। গত ২৪-ঘণ্টায় নতুন ১৮টি করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে। তবে, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন (৪৫)।