দুই দিন ধরে বাস পরিষেবা বন্ধ
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণ :- গতকাল থেকে নাগেরজলা বাস স্ট্যান্ডে বাস চালক এবং বাসের মালিকদের মধ্যে ভাড়া বৃদ্ধি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা এখন অব্দি সুরাহা করা হয়নি । অর্থাৎ নাগের জলা বাসস্ট্যান্ডে সাউতের যে গাড়িগুলো যাতায়াত করতো সেই গাড়িগুলো চলাচল বন্ধ। গাড়ির মালিক বা গাড়ি চালকদের বক্তব্য আগে যেভাবে তারা উপার্জন করতে পারতো এখন সেই পরিস্থিতি নেই ভাড়া বৃদ্ধি করা যাবে না। সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে গাড়ি চলাচল করতে গিয়ে দেখা যাচ্ছে তারা ক্ষতির স্ম্মুখীন সরকারের পক্ষ থেকে যদি কোন সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে আগামীতেও গাড়ি চলাচল বন্ধ রাখবে বলে জানান এবং এই ধরনের সমস্যাতে তাদের একজন শ্রমিক ও প্রয়াত হয়েছেন