কানপুর প্রতিনিধি, জনদর্পণ :- দাদা নগরের শ্রম কলোনীতে ফিনান্স অফিসের মালিকের উপর দুই যুবক ছুরি দিয়ে হামলা করেছে ।স্হানীয় লোকেরা ঘটনাস্থলে তাড়াহুড়ো করে রিজেন্সি হাসপাতালে গুরুতর অবস্থায় ছুরিকাঘাত ব্যক্তিকে ভর্তি করে ।। গোবিন্দ নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।।