ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের পর্যালোচনা সভায় : মুখ্যমন্ত্রী
1 min read
আগরতলা প্রতিনিধি ২৪ জুলাই : রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্র “ভোকাল ফর লোকাল”কে রাজ্যেও অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।।এই লক্ষ্যে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ট্রান্সফর্মার মেরামতের কাজ সহ নিগমের অন্যান্য কাজে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার উপর বিদ্যুৎ দপ্তরকে নজর দিতে হবে। আজ তথা শুক্রবার সচিবালয় 2 নং সভা কক্ষে আয়োজিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।। পর্যালোচনা সভায় রাজ্যে যাতে ট্রান্সফর্মার নির্মাণ করা যায় সে দিশায় কাজ করার জন্য মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেন।। এই কাজ ও স্থানীয়দের সুযোগ দিতে হবে।।এর ফলে রাজ্যের জনগণের রোজগার যেমন সৃষ্টি হবে তেমনি অর্থনৈতিক ভিডিও সতের হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।। রাজ্যকে সবদিক থেকে শনিবার করে তুলতে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে।। আজকের সবাই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, ত্রিপুরা রিনিউএবেল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি,ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড এর কাজ কর্মের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।।