ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিজনেস হাব হবে
1 min read
রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনীতিবীদ সহ রাজ্যের ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি রাজ্য সরকার যে সকল পুলিশ নিয়ে কাজ করছে সেদিকে নজর রেখে ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রান্তিক সংস্থাপন ইন্টারন্যাশনাল চেকপোস্ট ফেনী ব্রিজ নির্মাণ কাজ হচ্ছে তাতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সাবরুম অনেক উন্নত হবে এবং রাজ্যের অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিতি লাভ করবে। ফেনী নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হলে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিজনেস হবে। ফেনী নদীর উপর ব্রিজ নির্মাণের পর বাংলাদেশের রামপুর এবং চিটাগাং পর্যন্ত 38 রাস্তাকে প্রশস্ত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বলেন গতকাল বাংলাদেশের চিটাগাং বন্দর খুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাজ্যের বিনিয়োগকারীদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।