টানা বৃষ্টিতে মাথায় হাত ভূট্টা চাষিদের
1 min read
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর : টানা বৃষ্টিতে ভুট্টা চাষে উত্তর দিনাজপুর জেলায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। কোন চাষির ফসল ভেসে গিয়েছে, তো কোন চাষি বৃষ্টির কারনে ফসল শুকোতেই পারছেন না। লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয় ও সংকটের মুহূর্ত কাটিয়ে কোনও কোনও ভুট্টা চাষি ওই ফসল বিক্রি করতে গেলে তা বিক্রি হচ্ছে না। এমনকি বীজ কেনার দামও উঠেছে না বলে অভিযোগ। এর জেরে চরম সমস্যায় কয়েক শতাধিক ভুট্টা চাষি। লকডাউনের জেরে ঘরে অভাব রয়েছে, তার উপর চাষ করা ভুট্টার বাজারদর নেই। যারা ভুট্টা চাষ করছিলেন বৃষ্টিতে বেশিরভাগ ভুট্টাই নষ্ট হয়ে গিয়েছে। আর যতটুকু বাঁচাতে পেরেছেন তার দাম পাচ্ছেন না চাষীরা। ফলে কষ্টের শেষ নেই চাষিদের। এদিকে যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে চাষের জমিও জলে ডুবে রয়েছে। ফলে ধান চাষও করতে পারছেন না ধানচাষিরা। সব মিলিয়ে এক চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে জীবন কাটছে তাদের। ইসলামপুরের তেলিভিটা এলাকার ভুট্টা চাষী রাইসার আলম জানিয়েছেন, ভূট্টার ৫০০ থেকে ৬০০ টাকা কুইন্টাল দাম উঠেছে। আবার কোন মহাজন সেই দামও দিচ্ছেননা। যা দাম পাওয়া যাচ্ছে তাতে বীজের দামই উঠছে না। চাষিদের বক্তব্য, অন্য বছরের তুলনায় এবছর ভুট্টার বাজার নেই বললেই চলে। ভুট্টা বিক্রি করে যে ধান লাগাবেন তারও উপায় নেই। সব মিলিয়ে চরম সমস্যার মধ্য দিয়ে তাদের সময় কাটছে।