ছাগলে ধান গাছের চারা খাওয়া নিয়ে বিবাদে ভাইয়ের হাতে খুন দাদা
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি ৭ আগষ্ট : জমি নিয়ে গন্ডগোলের জেরে খুড়তুতো দাদার হাতে খুন হলেন ভাই। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ ভরকুদ্দিন (৫৫)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা নজরুল। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা নজরুল ও ভরকুদ্দিন মহম্মদের একই জায়গায় ধানের জমি রয়েছে। সেই ধানের জমিতে ভরকুদ্দিনের ছাগল ধানের চারা গাছ খেয়ে নেয় বলে অভিযোগ তুলে বচসা শুরু করে তাঁর কাকাতো ভাই নজরুল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “ছাগলের ধান গাছ খাওয়া নিয়ে দুই ভাইয়ের বিবাদ চলছিল৷ আচমকাই নজরুল ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ভাই ভরকুদ্দিন মহম্মদকে। ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন ভরকুদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।