চিকিৎসা পরিষেবার গাফিলতির কারণে এক যুবকের প্রাণহানি
1 min read
নিজস্ব প্রতিনিধি, জনদর্পণ :-
আবারো চিকিৎসা পরিষেবার গাফিলতির কারণে এক যুবকের প্রাণহানি ঘটল। মৃত যুবকের নাম চিনময় আচার্জী। মৃত যুবকের বাড়ী রাজধানীর এ.ডি. নগর এলাকায় । এঈ হৃদয়বিদারক ঘটনাটি ঘটলো রাজধানীর ILS হাসপাতালে। রোগীর পরিবার-পরিজনদের অভিযোগ ডাক্তার ও নার্সদের গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে।