চাঁচলে বাজ পড়ে মৃত দুই মহিলা, আহত ৫
1 min read
মালদহ প্রতিনিধি 19 জুলাই : জমিতে ধান রোপনের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই মহিলার। আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে, রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতনগর জিপির গোবরা গ্রামের দ্বি-ফসলী মাঠে। আশঙ্কাজনক থাকায় মাঠ থেকে সাতজনকে উদ্ধার করে বাসিন্দারা ভালুকা স্বাস্থ্যক কেন্দ্রে নিয়ে যান। দুই মহিলা জয়া মন্ডল(২৫) ও সীমা মন্ডল (২৬) কে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যলরত চিকিৎসকরা। প্রতক্ষ্য দর্শীরা জানান, গোবরা গ্রামের জমিতে ধান রোপন করতে গিয়েছিল শ্রমিকরা। এদিন দূপুর থেকেই এলাকার শুরু হয় বজ্রপাত সহ ভারীবৃষ্টি। মাঠে কাজ করতে করতে আচমকাই গ্রামের জমিতে বাজ পরে। তার জেরেই এই বিপত্তি। আশঙ্কাজনক থাকায় বাকি আহতদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে স্বাস্থ্যপ কেন্দ্র জানিয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মালদহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। শ্রমিক মহিলার মৃত্যু্তে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা চাঁচল মহকুমায়।