গ্রেফতার হতে পারেন বাদল চৌধুরী
1 min read
সূত্রের খবর আজ তথা রবিবার রাতেই গ্রেফতার হতে পারেন বাদল চৌধুরী !
ভিজিল্যাস তদন্তের রিপোর্ট অনুযায়ী আগরতলা পশ্চিম থানায় মামলা নথিভুক্ত হয়েছে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরোদ্ধে ।।ভারতীয় দণ্ড বিধির 401/418/201/120B) ধারায় নথিভুক্ত হয় ।। যার নম্বর 251/19।।তদন্তে ৬oo কোটির নয়ছয় ধরা পরে।।