গৌরনগর ব্লকে স্বচ্ছ ভারত মিশনে শৌচালয়
1 min read
নিজস্ব প্রতিনিধি ,জনদর্পন:- গৌরনগর ব্লকে চলতি অর্থবছরে স্বচ্ছ ভারত মিশন ১৪৯১টি পরিবারকে শৌচালয় নির্মাণ করা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৪২ টি শৌচালয় নির্মাণ করা হয়েছে ।প্রতিটি শৌচালয় নির্মাণে ব্যয় হবে ১২০০০ টাকা ।গৌরনগর ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।