গোমতী নদীতে সোনামুড়া দাউদকান্দির মধ্যে জলপথে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহন শুরু
1 min read
নিজস্ব প্রতিনিধি, জনদর্পণ :- গোমতী নদীতে সোনামুড়া দাউদকান্দির মধ্যে জলপথে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে পণ্য পরিবহন শুরু হওয়ায় ত্রিপুরার জন্য নতুন দিগন্তের সূচনা হলো। আগামী দিনে এই জলপথে দেশের বিভিন্ন রাজ্যে পণ্য আমদানি রপ্তানি করা সম্ভব হবে। তাতে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আজ সোনামোড়া শ্রীমন্তপুর নদীবন্দরে সোনামোড়া দাউদকান্দির জলপথে পরীক্ষামূলক ভাবে নৌ-যান আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা বলেছেন। মুখ্য মন্ত্রী আরো বলেন , ত্রিপুরা বছরে প্রায় কুড়ি হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে থেকে আমদানি করে থাকে। এর মধ্যে প্রায় 630 কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে আমদানি করা হয় । ত্রিপুরা থেকে বছরে 2 হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে রপ্তানি করা হয়ে থাকে। এতদিন রাজ্যে আমদানি ও রপ্তানি মূলত সড়কপথে এবং রেলপথে । সোনামোড়া দাউদকান্দি জলপথটি চালু হওয়ার ফলে রাজ্যে পণ্য আমদানি করতে প্রায় 25-30 শতাংশ খরচ কম পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।