গোমতী নদীতে সারা হল দশ হাজার মাছের পোনা,
1 min read
অমরপুর প্রতিনিধি ,জনদর্পন :-সোমবার অমরপুর মৎস্য দপ্তরের উদ্যোগে অমরপুর খেয়াঘাঠ স্থিত গোমতি নদীর জলে প্রায় দশ হাজার মাছের পোনা ছাড়া হয়। মূলত মৎস্য জিবী সাধারণ মানুষ তাদের জন্য আজকে এই উদ্যোগ নেওয়া হয়। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস এবং ব্লক পঞ্চায়েতেয় ভাইস চ্যায়ারমেন শংকর আন্দ সাহা নগর চ্যায়ারমেন তরুন চক্রবর্তী সহ মৎস্য দপ্তরের অধীকারিকরা ।এই অনুষ্ঠান বিধায়ক রঞ্জিত দাস যানান সাধারণ মানুষ এবং মৎস্য জিবী মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারে সহযোগীতায়