গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেলো বটতলা ফাঁড়ির পুলিশ
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণঃ- গোপন খবরের ভিত্তিতে আগরতলা জয়নগর এলাকা থেকে একটি অটো গাড়িতে দেশী এবং বিদেশী মদ নিয়ে যাওয়া হচ্ছিল রানীর বাজারের উদ্দেশ্যে।।।। বটতলা ফাঁড়ির পুলিশ অটো চালক সহ গাড়িটি কে থানায় নিয়ে আসে।।।। বিলিতি মদ গুলো বাজার মূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা হবে বলে জানান এস আই সহদেব ভৌমিক।