গৃহবধূ হত্যা
1 min read
নিজস্ব প্রতিনিধি, কদমতলা :- কদমতলাতে গৃহবধূ হত্যা কান্ডের চব্বিশ ঘন্টার মধ্যে মৃতার ছোট ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও ছেলেকে জালে তুলতে সক্ষম হয়েছে কদমতলা থানার পুলিশ। মৃত গৃহবধূ উত্তমার ছোট ভাই বোনের মৃত্যুর অভিযোগ জানিয়ে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারাই অভিযোগ মূলে গতকাল বিকালে মৃত গৃহবধূর স্বামী তথা কদমতলার তবলা শিক্ষক বিমল কুমার নাথ এবং উনার ছেলে বিক্রম নাথকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।