গৃহবধূকে গনধর্ষনের অভিযোগে ধৃত দুই
1 min read
নিজস্ব সংবাদদাতা, মালদহ : স্বাধীনতা দিবসের রাতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ,মালদহ জেলার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়।এই ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী রাজ্যের দার্জিলিং জেলায় শ্রমিকের কাজ করেন।স্বাধীনতা দিবসের দিন রাতে গৃহবধূকে একলা পেয়ে তার বাড়িতে ঢুকে গণধর্ষণ করে স্থানীয় দুই যুবক বলে অভিযোগ। এরপর বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়ি ফিরে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে স্থানীয় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল থানার চন্ডিপুর এলাকায়।