গাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মধুপুর থানার পুলিশ
1 min read
ফের একবার গোপন সংবাদের উপর ভিত্তি করে গাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পায় মধুপুর থানার পুলিশ
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদেৱর উপর বিক্তি করে এবং মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ ও টিএসআর এবং BSF যৌথ অভিযান চালায় দেবীপুর কেনানিয়া এবং রাদানগর এলাকার প্রায় 7 ঘন্টা অভিযান চালিয়ে 19 টি গাজার বাগান থেকে 87000 গাজা গাছ ধ্বংস করে জানা যায় ধ্বংস করা গাজার বাজার মূল্য 10 লক্ষ 40000 টাকা আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মধুপুর থানার ওসি তাপস দাস