গাঁজা বিরোধী অভিযান অব্যাহত মধুপুর থানার পুলিশের
1 min read
নিজস্ব প্রতিনিধি ,জনদর্পণ :- গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম ফরেস্টার এবং মধুপুর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে আজ তথা বৃহস্পতিবার মধুপুর থানার অন্তর্গত কমলাসাগর বিধানসভার কোনাবন ও রাধানগর এলাকা থেকে ৬ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ । মধুপুর থানার ওসি তাপস দাস জানান আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।