কোভিড রোধে সতর্ক থাকতে হবে আমাদেরই
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন: পুরনিগোমের উদ্যোগে দেখা গেলো স্প্রে ছড়ানো হচ্ছে। বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছড়িয়ে দিচ্ছেন পুরসভার কর্মীর পাইপ দিয়ে। বাজার গুলিকে আরো পরিস্কার রাখা উচিত। জীবাণু রোধক এই স্প্রে ছড়িয়ে দিক আরো বেশি করে। পুরণিগম শহরের পার্কগুলোতে এইভাবে ছেটানো প্রয়োজন।এখন মানুষ যথেষ্ট সচেতন। রাজ্যে কভিড আক্রমণ প্রতিরোধ করতে সবাইকে সচেতন হওয়ায় দরকার।
সৌজন্যে ত্রিপুরা দর্পণ: