কৈলাসহরের আর জি এম হাসপাতাল কোভিড-১৯ রোগীদের চিকিৎসা পরিষেবা শুরু
1 min read
নিজস্ব প্রতিনিধি, জনদর্পন :- কৈলাসহরের আরজিএম হাসপাতালে 11 ই সেপ্টেম্বর থেকে কোভিড 19 এর রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে । উল্লেখ্য গত 8 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঊনকোটি জেলা সফরে এসে কুমারঘাটে জেলাভিত্তিক কভিড 19 নিয়ে পর্যালোচনা সভায় ঘোষণা দিয়েছিলেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই কৈলাসহরে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলাস্তরেই কোভিড 19 সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে । সেই লক্ষ্যেই কৈলাশহরের আরজিএম হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।