কাঠালিয়া ব্লকে সৌভাগ্য যোজনায় ১৪০৯ পরিবার উপকৃত
1 min read
ওয়েব ডেস্ক ,জনদর্পন :- সৌভাগ্য যোজনা কাঠালিয়া ব্লকে এখনো পর্যন্ত ১৪০৯ টি পরিবারকে বিনামুল্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। দীনদয়াল উপাধ্যায় যোজনায় ব্লক এলাকার বাঁশ পুকুর বাজার, মাছিমা, তেতৈয়া মুড়া, তাজিয়া মুরাতে বিদ্যুৎ লাইন কভার লাইনে রূপান্তরিত করা হয়েছে। এর ফলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি হ্রাস পাবে । দিনদয়াল উপাধ্যায় যোজনায় এবছর ব্লক এলাকার কে কে নগর গ্রাম পঞ্চায়েত ,দক্ষিণ মহেশপুর ,মাছিমা ,বাঁশপুকুর, জগৎ রাম পুর ভিলেজে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বসানো হবে। বিদ্যুৎ দপ্তর এর কাঠালিয়া উপবিভাগ থেকে এই সংবাদ জানানো হয়েছে।