করোনা সংক্রমণ মোকাবেলায় উত্তর ত্রিপুরা জেলায় পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী
1 min read
নিজস্ব প্রতিনিধি , জনদর্পণ :- করোনার সংক্রমণ মোকাবেলায় উত্তর ত্রিপুরা জেলায় চিকিৎসা পরিষেবা আরো বাড়ানো হচ্ছে ।এজন্য জেলায় নতুন কোভিড ট্রিটমেন্ট সেন্টার চালু করা সহ কোভিড ট্রিটমেন্ট সেন্টারের শয্যা সংখ্যা বাড়ানো হবে। ধর্মনগর জেলা হাসপাতালে16 শয্যার, জেলার রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 20 শয্যা এবং কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে 20 শয্যার কোভিড ট্রিটমেন্ট সেন্টার চালু করা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে কোভিড-19 জনিত পরিস্থিতিতে চিকিৎসার সাথে যুক্ত এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভায় একথা জানান। সভায় মুখ্যমন্ত্রী পানিসাগর কোভিড কেয়ার সেন্টার সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর কোভিড চিকিৎসায় যাবতীয় ব্যবস্থাপনা এবং হাসপাতালে অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।