করোনায় মৃত্যু ইসলামপুরের পুরসভার এক আধিকারিকের
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি ২৪ জুলাই : রায়গঞ্জের কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ইসলামপুর পুরসভার এক আধিকারিকের। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত ওই আধিকারিকের নাম গৌতম বর্ধন। বাড়ি কলকাতার পল্লীশ্রী এলাকায়। গত ১৮ তারিখে লালার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়ার পরে তাঁকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে নিয়ম অনুযায়ী ওই আধিকারিক এর মৃতদেহ সৎকারের জন্য রায়গঞ্জ থানার আইসি, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান, রায়গঞ্জের বিডিও কে চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ে মোট রায়গঞ্জের কোভিড হাসপাতালের দুইজনের মৃত্যু হল। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকার বাসিন্দা মায়ারানি লাহার (৭০) মৃত্যু হয়। অন্যদিকে, রায়গঞ্জ মেডিকেল কলেজের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি তে ৩৬ জনের করোনা পজিটিভের রিপোর্ট মিলেছে। এদের মধ্যে ১০ জন রায়গঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার রয়েছে। দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছেন এই পজিটিভের তালিকায়। শুক্রবার বিকাল চারটা নাগাদ রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন কোভিড হাসপাতালে কর্মরত ১৬ জন নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, দু’ জন ফার্মাসিস্ট সহ কুড়ি জন স্বাস্থ্য কর্মী রায়গঞ্জ মেডিকেল কলেজের ফিভার ক্লিনিকে লালা রসের নমুনা দিয়েছেন। এছাড়া রায়গঞ্জ থানার ১২ জন সিভিক ভলেন্টিয়ার লালারসের নমুনা দিয়েছে ফিভার ক্লিনিকে। এদিকে করোনা পজিটিভ উপসর্গ হীনদের রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত ক্রেতা সুরক্ষার নয়া ভবনে রাখার ব্যবস্থা করা হয়েছে।