এসবিআই এটিএম থেকে টাকা তুলতে লাগবে ওটিপি, কার্যকর ১ জানুয়ারি থেকে
1 min read
28 ডিসেম্বর,NEWS সাঁই 24 : দেশজুড়ে এটিএম জালিয়াতির পরিমাণ বাড়ায় গ্রাহকদের সুরক্ষার স্বার্থে এবার ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি’র সাহায্যে এটিএম থেকে টাকা তোলার নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া( এসবিআই)। ব্যাংকের ওই নিয়মে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২০ থেকে এই নিয়ম কার্যকর করা হবে। এসবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, দেশে এফবিআইয়ের যেকোনও এটিএম থেকে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ১০ হাজার টাকার বেশি তুলতে গেলে এই ওটিপি’র সাহায্য নিতে হবে।
এসবিআই-এর তরফে একটি ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। ওই ট্যুইটের সঙ্গে একটি ফেসবুক পোস্টে ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংকের সঙ্গে গ্রাহকদের রেজিস্টার হয়ে থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি’র সাহায্যে এটিএম কার্ডধারীরা অনুমোদিত অঙ্কের নগদ টাকা তুলতে পারবেন এটিএম থেকে। এর সাহায্যে যিনি গ্রাহক তিনি টাকাটি তুলছেন কিনা সে সম্পর্কে সঠিক তথ্য থাকবে ব্যাংকের কাছেও। ফলে এটিএম জালিয়াতির হাত থেকে অনেক পরিমাণে মুক্তি পাওয়া যাবে।’
কীভাবে কাজ করবে এই ওটিপি! সেই সম্পর্কেও ব্যাংক জানিয়েছে, কোনও এটিএম মেশিনে নির্দিষ্ট ব্যাংকের এটিএম কার্ড লাগিয়ে তুলতে চাওয়া টাকার অংক লিখলেই স্ক্রিনে ওটিপি অপশন দেখা যাবে। সঙ্গে সঙ্গে ব্যাংকের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি প্রদান করলে তবেই নগদ তোলা সম্ভব হবে। এসবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, ‘স্কিমড কার্ড বা ক্লোনড কার্ড ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে যেভাবে ইদানীংকালে ব্যাংক জালিয়াতি করা হচ্ছে তার থেকে গ্রাহকদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ।’
তবে এখানে আর একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ অর্থাৎ এনএফএস-এর নির্দেশিকা অনুযায়ী ইউবিআই এটিএম-এ কেবলমাত্র এসবিআই এটিএম কার্ডের সাহায্যে টাকা তোলা সম্ভব হবে।