এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার
1 min read
নিজস্ব প্রতিনিধি আগরতলা : তথা ১৯ আগস্ট রাজধানীর বেলতলী ত্রিবেণী সংঘ এলাকা থেকে এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হয়েছে। এলাকাবাসী এই প্রাণীটি দেখার পর বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের কর্মীরা এসে এই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে বটতলা স্থিত রেঞ্জার অফিসে।