এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
1 min read
আগরতলা ২৯ এপ্রিল :গত ২৭ তারিখে চেন্নাই থেকে থেকে উদয়পুর এসেছিল এম্বুলেন্সটি ।। ২৮ তারিখে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় এম্বুলেন্সটি।। শিলিগুড়িতে টেস্টে COVID-19 পজিটিভ ধরা পরে এই এম্বুলেন্স গাড়ীটির চালকের।৷ তার সংস্পর্শে আসা সকলের টেষ্ট চলছে।।সুত্রের খবর একদিন আগরতলা ছিল সে ।।যারা অজান্তেই এই এম্বুলেন্স এর চালকের সংস্পর্শে এসেছন মনে হয় আপনাদের কাছে অনুরোধ নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন।।আতঙ্কিত হবেন না।।সতর্ক থাকুন সুস্থ থাকুন।।
