উৎসবের মেজাজে দেখা গেছে পাথারকান্দিবাসীকে
1 min read
ওয়েব ডেস্ক, জনদর্পন :- পাথারকান্দির ভাঙ্গা সড়কে কাজ শুরু করল নবাগত নির্মান সংস্থা বিন্নি কনস্ট্রাকশন গ্রুপ ।উৎসবের মেজাজে পাথারকান্দিবাসী।।অবশেষে কিছুটা কলেও স্বস্তির নিশ্বাস নিচ্ছেন পাথারকান্দিবাসী।আজ থেকে বিপর্যস্ত পাথারকান্দির বেহাল আট নং জাতীয় সড়কের কাজ আরম্ভ হওয়াতে উৎসবের মেজাজে দেখা গেছে পাথারকান্দিবাসীকে।সার্কল অফিসার জেনাথন ভাইপেই সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার ও কাজের দায়িত্ব প্রাপ্ত বিন্নি কনস্ট্রাকশনের কর্মকর্তাদের
সঙ্গে নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল অকুস্থলে উপস্থিত থেকে সড়ক নির্মান কাজের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।এবং নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাজের মান উন্নত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বিধায়ক।পরিদর্শন শেষে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন,নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেই মৈনা-মুণ্ডমালা অংশের সড়কের কাজ করবে বলে তিনি আশাবাদী।অন্যদিকে পাথারকান্দি জাতিয় সড়কের পাশে অবৈধ উপায়ে ড্রেনের জমি জবরদখলরকারিদের বিরুদ্ধে একহাত নিয়ে সার্কেল কর্তা জানান যে এদের কাউকে রেয়াত করা হবে না।প্রয়োজনে পুলিশি বল প্রয়োগ করে এসব দখলদারদের প্রতিহত করা হবে।এনিয়ে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।এদিকে নিজ প্রতিক্রিয়াতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান যে সড়কের কাজ শুরু হওয়াতে বিরোধী দলের হাতে আর কোন ইস্যু অবশিষ্ট নেই।দেরীতে হলেও পুরো বিষয়টি সমাধান হওয়াতে তিনি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।