উপনির্বাচনে জয়ী বিজেপি মনোনীত প্রার্থী মিমি মজুমদার।।
1 min read

আগরতলা ২৭ সেপ্টেম্বর : জয়ের ধারা অব্যাহত শাসকদলের।।১৪ বাধারঘাট বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মিমি মজুমদার।। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ্য করা গেছে শুক্রবার।। সাংবাদিক দের প্রশ্নোত্তরে নিজের অভিমত ব্যক্ত করেন ১৪ বাধারঘাটের নব নির্বাচিত বিধায়িকা মিমি মজুমদার।।