উত্তেজিত জনতার দ্বারা নিগ্রহ স্কুল শিক্ষক
1 min read
ধর্মনগর ২৫ নভেম্বর : শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষক কে বেধরক পেটালেন অভিভাবক সহ উত্তেজিত জনতা।। ঘটনা ধর্মনগরের গঙ্গানগর স্কুলে।। ঘটনার বিবরণে জানা গেছে ধর্মনগর স্হিত গঙ্গানগর গ্রামের গঙ্গানগর স্কুলের এক শিক্ষকের বিরূদ্ধে স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানি হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। তারপর শিক্ষককে পেটালেন মহিলারা।। সূত্রের খবর হাফিজ মিঞা নামক গুনধর এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল।।
ভিডিওটি সংগৃহীত।।