উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে মার্কেট শেয়ারে ক্রমশ এগিয়ে চলেছে রিলায়েন্স জিও
1 min read
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার তথ্যে গত সেপ্টেম্বরের শেষ সময় পর্যন্ত ত্রৈমাসিক রাজস্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সংস্থাটির। উত্তর পূর্বাঞ্চলে গত বছরের তুলনায় রিলায়েন্স জিওর রেভিনিউ মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। গ্রস রেভিনিউ’র ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে রয়েছে এই সংস্থাটি। রিলায়েন্স জিও’র তুলনায় ভোডাফোন, আইডিয়া লিমিটেড, এয়ারটেল কিংবা বিএসএনএলের রাজস্বের খাত অনেকাংশে হ্রাস পেয়েছে। উত্তর পূর্বাঞ্চলে পরিষেবার ক্ষেত্রে অন্যান্য নেটওয়ার্কের চাইতে অনেকটাই এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও। এর কাস্টমার মার্কেট শেয়ারের পরিমাণ ২৬.৫ শতাংশ। জেলা, সদর ছাড়াও গ্রামীণ শহর এলাকাতেও রিলায়েন্স জিওর সার্ভিস পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করেছে।