আরো 2 বিধায়ক করোনা পজিটিভ
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : রাজ্যের 2 বিধায়ক করোনা পজেটিভ, এ নিয়ে সর্বমোট ৭ জন বিধায়ক করোনা সংক্রামিত হয়েছেন।।
গতকাল তথা মঙ্গলবার করোনা পজিটিভ পাওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় এবং আজ তথা বুধবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের তরুণ বিধায়ক সুধাংশু দাস এর করোনা পজিটিভ সংক্রমনের খবর পাওয়া গেছে।।ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়কের এক দেহরক্ষী এবং উনার গাড়ীর চালকের দেহও মিলেছে করোনার জীবাণু।