আরও ব্যাংক হ্যাকের পরিকল্পনা হ্যাকারদের। তথ্য ফাঁস।
1 min read
নিজস্ব প্রতিবেদন:;-
কোলকাতার ব্যাঙ্ক হ্যাকারদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ত্রিপুরার গোয়েন্দারা। কোলকাতায় ধৃত ৪ ব্যাঙ্ক হ্যাকারকে ত্রিপুরায় আনা হয়। বর্তমানে ধৃত হকারদের রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসছে নানা তথ্য। রাজ্য পুলিস সূত্রে জানা গেছে, কোলকাতায় আরও ব্যাঙ্ক হ্যাক করার পরিকল্পনা ছিল হ্যাকারদের। মূলত ব্যাঙ্ক হ্যাকারদের আন্তর্জাতিক চক্র কাজ করছে পশ্চিমবঙ্গে। দিল্লীতেও রয়েছে তাদের এজেন্ট। ধৃত ব্যাঙ্ক হ্যাকারদের মধ্যে দু’জন বাংলাদেশের। বাকি দু’জন তুরস্কের। প্রথমে ত্রিপুরাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ব্যাঙ্ক হ্যাকাররা। এরপরই তারা কোলকাতায় ব্যাঙ্ক হ্যাক করে। ত্রিপুরা পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী কোলকাতা পুলিস তাদের গ্রেফতার করে। পরবর্তী সময়ে কোলকাতা পুলিসের জেরার পর ত্রিপুরায় আনা হয়। রাজ্য পুলিসের মহানির্দেশক রাজীব সিং জানিয়েছেন, “ধৃত হ্যাকারদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”। জানা গেছে, ধৃত হ্যাকাররা পুলিসকে বিভিন্ন তথ্য দিচ্ছে। বিশেষ করে কিভাবে ব্যাঙ্ক হ্যাক করা হয়, এইসব অর্থ কোথায় যায়। যদিও তাদের কাছ থেকে তেমন কোন অর্থ আদায় করতে পারেনি পুলিস। আন্তর্জাতিক চক্রের মাধ্যমে এইসব অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে একই দিনে ৬টি এটিএম হ্যাক করা হয়। মেশিন বসিয়ে হ্যাক করে হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। এরপরই দেশের অন্যান্য স্থানে একই কায়দায় এটিএম হ্যাক করা হয়। পুলিসের দাবী শীঘ্রই চক্রের মূল পান্ডাদের গ্রেফতার করতে সক্ষম হবে।