আমফানের খবর নেয়া গেলোনা….বাবু ব্যস্ত
1 min read
আমফানের খবর নেয়া গেলোনা….বাবু ব্যস্ত
আগরতলা ২০শে মে ॥গোটা ত্রিপুরায় আম ফান ঝড় নিয়ে উত্কণ্ঠিত মানুষ ।প্রলয়ংকরী আমফান ঝড় ত্রিপুরায় কতটুক প্রভাব ফেলবে জানতে জনদর্পণের সাংবাদিক গিয়েছিল এয়ার পোর্টের আবহাওয়া দপ্তরে ,দুয়ারে দাঁড়ানো দারোয়ান মারফত আবহাওয়া দপ্তরের বাবু খবর দেন ভীষণ ব্যস্ত কথা বলবেন না ।তখন ঝড় ও ওঠেনি আকাশ ও কালো হয়নি ।দুঃখিত রাজ্যের মানুষকে আমফানের খবর দেয়া হলোনা আবহাওয়া দপ্তরের ব্যস্ত বাবুর অসৌজন্যমূলক আচরণের দৌলতে……