আবারো যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি
1 min read
নিজস্ব প্রতিনিধি, জনদর্পণ :- আবারো যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। ঘটনা বিশালগড় থানা দিন বাইপাস সংলগ্ন এলাকায় আহত ব্যক্তির নাম কার্তিক সরকার বয়স 35 বাড়ি সিপাহিজলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় সিপাহী জলা থেকে বিশালগড় আসার পথে বাইপাস এলাকায় পৌঁছা মাত্রাই এক মাটিচাপা রোলারের সঙ্গে সজোরে ধাক্কা মারে এরপর মাটিতে লুটিয়ে পড়ে প্রত্যক্ষদর্শিরা খবর বিশালগড় দমকল কর্মীদের তারা ছুটে গিয়ে আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।কর্তব্যরত ডাক্তার আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য বিশালগড় থেকে আগরতলা হাঁপানি হাসপাতালে রেফার করে।