আজ পুণ্য জন্মাষ্টমী উচ্ছাসে ভিলেন করোনা
1 min read
আগরতলা ১১ই আগস্ট ॥ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে দেশজুড়ে কৃষ্ণভক্তদের মধ্যে উচ্ছাসে অনেকটাই লাগাম পরিয়ে দিয়েছে কোরোনা ভাইরাস ।মথুরা ,বৃন্দাবন থেকে আগরতলা কৃষ্ণনামে মাতোয়ারা হয়ে উঠে জন্মাষ্টমীতে ,এবার নিয়মের বেড়াজালে আগরতলা শ্রী কৃষ্ণ মন্দির সহ অন্যান্য মন্দিরে সামাজিক দুরত্ব মেনে জন্মাষ্টমী পালন করা হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ ।সব মন্দিরে ন্যূনতম কৃষ্ণভক্তদের অংশগ্রহণে জন্মাষ্টমী পালন করা হবে ।