আগরতলা রাজধানী এক্সপ্রেসে যুক্ত হল তেজস ট্রেনের মত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন স্লিপার কোচ।
1 min read
আগ্গরতলা ১৪ ফেব্রুয়ার্ী ঃ রাজধানী এক্সপ্রেসে যুক্ত হল তেজস ট্রেনের মত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন স্লিপার কোচ। 15 ই ফেব্রুয়ারী সোমবার তেজস স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হবে। বর্তমানে এই অত্যাধুনিক দ্রুতগামী ট্রেনটির আগরতলা স্টেশনে কমিশনিং চলছে বলে জানিয়েছেন কোচিং ডিপো অফিসার আশীষ কুমার । সোমবার সাংসদ প্রতিমা ভৌমিক এর তেজস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুভ সূচনা করবেন। এ ট্রেনটিতে মোট 18 টি কোচ রয়েছে।আগরতলা থেকে আনন্দবিহার যেতে সময় লাগবে আনুমানিক 36 ঘন্টা বলে জানিয়েছেন তিনি। এই ট্রেনে থাকছে অটোমেটিক প্লাগের দরজা, লোহার ফ্রেম, বায়ো–ভ্যাকুয়াম শৌচাগার, এয়ার সাসপেনশন বগি, ফায়ার অ্যালার্ম, ডিটেকশন এবং সাপ্রেশন সিস্টেম–সহ আরও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরিষেবা দিতে যাচ্ছে ভারতীয় রেল।