আগরতলার স্কাইলার্ক ক্লাবের রক্তদান শিবিরের উদ্বোধনে, পূর্বোদয়ের সাধারণ সম্পাদিকা নীতি দেব।
1 min read
আগরতলা,২৭ জুন: শনিবার আগরতলার স্কাইলার্ক ক্লাবে আয়োজিত পঞ্চদশ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতি নীতি দেব বলেন, আমাদের হিন্দু সংস্কৃতিতেই মান্যতা রয়েছে, পতির পুণ্যে পত্নীর সৌভাগ্য। নিজের শরীরের প্রতি বিন্দু রক্ত দিয়েয়ে বাঁচানো যায় অন্য আরেকটি জীবন এই অমূল্য কাজে সবাই নির্দ্বিধায় এগিয়ে এসে নিজের রক্ত দান করছেন । এই কাজ নিঃসন্দেহে একটি পূণ্য কাজ। করোনা সংকটের এই সময়ে রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসায় স্কাইলার্ক ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।এদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে নীতি দেব সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করার পর, ঘুরে দেখেন রক্তদান শিবির। কথা বলেন রক্তদাতাদের সঙ্গে। তাদের উৎসাহিত করতেও দেখা যায় পূর্বোদয়ের সাধারন সম্পাদিকাকে।