আগরতলায় স্কুল শিক্ষার্থীদের তৈরি ২০২০’র প্রতিচ্ছবি
1 min read
আগরতলা ,31 ডিসেম্বর,নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ২০১৯ কে বিদায় জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যে আসছে নতুন বছর ২০২০। পুরনো বছরের সব গ্লানি, দুঃখসহ সব কষ্টের স্মৃতি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে এখন বিশ্ববাসী।
এ আয়োজন থেকে পিছিয়ে নেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরাও। বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাবসহ বিভিন্ন পাড়ার লোকজন নতুন বছরকে স্বাগত জানাতে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। অন্য সকলকে পিছনে ফেলে নিজেদের বর্ষবরণ আয়োজনকে সেরা করতে কেউ আগাম কিছু বলতে নারাজ। তবে রাজধানীর আগরতলার একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ইংরেজিতে তৈরি করলো ২০২০’র প্রতিচ্ছবি।
স্কুলের প্রশাসনিক কর্মকর্তা আশিষ দেবনাথ জানান ছাত্র-ছাত্রীরা আগ্রহী হয়ে এটি তৈরি করেছেন। ছাত্রছাত্রীরাও জানান তারা এভাবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে পেরে খুশী। তাদের এ বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান সফল করতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেছেন।
পাশাপাশি তারা নতুন বছর সকলের মঙ্গল উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন