অন্যরকমভাবে রাখি বন্ধন উৎসব মালদহে
1 min read
মালদাহ প্রতিনিধি ৩ আগষ্ট : একটু অন্যরকম ভাবে রাখি বন্ধন উৎসব পালন করে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করল প্রয়াস ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কালো অন্ধকার নেশার জগত ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা যুবকদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালনের আয়োজন করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা। ইংরেজবাজারের গাবগাছি এলাকায় নিজস্ব সেন্টারে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল সোমবার। এই স্বেচ্ছাসেব সংস্থার সেক্রেটারি সুমন দাস গুপ্ত জানান, নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের স্বেচ্ছাসেবী সংস্থা দিনরাত এক করে লড়ে চলেছে। বিগত দিনে যারা নেশা করতেন তাদের সংযত করে এই সেন্টারে সুন্দর এক চিকিৎসার ব্যবস্থা করে আস্তে আস্তে তাদের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এখন প্রায় তারা সুস্থ। আমরা চাই রাখি বন্ধন উৎসবের মতো প্রত্যেকটা উৎসবে তারা যাতে আর চারটে সাধারন মানুষের মত সামিল হতে পারে এবং নেশার কবল থেকে যাতে তারা বেরিয়ে আসে তার প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের স্বেচ্ছাসেবী সংস্থা। তাই আজ তাদের নিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হল। এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা ঐক্যবদ্ধ হলেন এই নেশার কবল থেকে বেরিয়ে মূলস্রোতে ফিরে আসবে।